প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ sbibaho.com এ যারা আবেদন করতে পারবে না।

উত্তরঃ ১) ৫ ওয়াক্ত সালাত আদায় করেনা। ২) নেশাদ্রব্য খাই/পানকারী। ৩) ব্যাংকার/ইন্সুরেন্স/যেকোন হারাম কাজ/ পেশায় যুক্ত। ৪) যৌতুক/এ জাতীয় কিছুতে আগ্রহী ইত্যাদি ব্যক্তিগণ।

প্রশ্নঃ sbibaho.com এ রেজিষ্ট্রেশন ফি কত ?

উত্তরঃ ১) sbibaho.com এ সম্পূর্ণ ফ্রিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। ২) আনলিমিটেড ফ্রি প্রস্তাব (ফ্রি লেখা বায়োডাটায়)পাঠাতে পারবেন প্রতিদিন ১টা । তবে ফ্রি প্রস্তাব পাঠাতে প্রথমে কোন একটা প্যাকেজ কিনতে হবে ৩) আপনি কাউকে এখানে রেজিষ্ট্রেশন করার জন্য রেফার করলে ১টি ফ্রি ছাড়া পেইড(১০০ টাকা সমমূল্যের) বায়োডাটায় প্রস্তাব পাঠাতে পারবেন। বি.দ্রঃ ফ্রি বায়োডাটা ছাড়া অন্য বায়োডাটায় প্রস্তাব পাঠাতে প্যাকেজ কিনতে হবে। ৪) বি.দ্রঃ ছেলেদের জন্য মাসনা/সুলাসা/রুবায়া(২য়/৩য়/৪র্থ) বিয়ের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফি ৩০০০ টাকা সাথে ৩টা প্রস্তাব পাঠাতে পারবে এবং কোন ফ্রি প্রস্তাব পাঠাতে পারবে না । প্যাকেজ ক্রয় করে প্রস্তাব পাঠাতে হবে যেটা সাধারণ প্যাকেজ থেকে ভিন্ন ( চার্জ বেশি)।

প্রশ্নঃ sbibaho.com এ বিবাহ পরবর্তী ফি কত?

উত্তরঃ sbibaho.com থেকে বিবাহ হলে আপনাকে বিবাহের দিন ফি প্রদান করতে হবে। বিবাহ সম্পন্ন হওয়া ফি মিনিমাম ৫ হাজার টাকা থেকে শুরু। আপনি যে অপশন সিলেকশন করবেন(রেজিষ্ট্রেশনের সময় অন্যান্য তথ্য থেকে) সে অনুসারে আপনাকে ফি প্রদান করতে হবে।

প্রশ্নঃ প্যাকেজ কি ও কিভাবে কিনব?

উত্তরঃ প্যাকেজ কাউকে প্রস্তাব পাঠাতে আপনাকে নিম্নের যেকোন একটি প্যাকেজ কিনতে হবে। ক) ১ জনকে প্রস্তাব পাঠানো ১০০ টাকা। খ) ২ জন ১৮০ টাকা। গ) ৩ জন ২০০ টাকা। ঘ) ৫ জন ৩০০ টাকা। ঙ) ১০ জন ৫০০ টাকা। চ) স্পেশাল প্যাকেজ (২৫ জন ১০০০ টাকা) স্পেশাল প্যাকেজের সুবিধা সমূহ- (১) ২৫ জনকে প্রস্তাব পাঠানো যাবে। (২)বায়োডাটা রিসিভ হবার পরে যদি মনে হয় কোন ধর্মীয়,শিক্ষা,বা পারিবারিক তথ্য জানার প্রয়োজন আরো সেক্ষেত্রে ম্যাসেজ পাঠানো যাবে উক্ত বিষয় লিখে। (৩)বায়োডাটা ফ্রি করে দেয়া হবে। ফলে অন্য বায়োডাটা থেকে আপনার বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠাতে পারবে। এটির ফলে প্রস্তাব বেশি পাবার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। (৪) ফেসবুকে পোস্ট করা হবে বায়োডাটা যাতে করে অধিক প্রস্তাব পাওয়া যায়। তবে কেউ না চাইলে করা হবেনা পোস্ট। বি.দ্রঃ এই প্যাকেজে বিবাহ পরবর্তী ফি ৫ হাজার টাকা। (ছ) মাসনা/সুলাসা/রুবায়া(২য়/৩য়/৪র্থ) বিয়ের ক্ষেত্রে প্যাকেজঃ ১ জনকে প্রস্তাব পাঠানো ৩৫০ টাকা ,২ জনকে ৫৫০ টাকা,৩ জনকে ৭৫০ টাকা ,৫ জন ১০৫০ টাকা, ১৫ জন ২০৫০ টাকা,৩০ জন ৩০৫০ টাকা।) >প্যাকেজ কিনতে নিম্নের পার্সোনাল নাম্বারে আপনার চাহিদা প্যাকেজ অনুযায়ী সেন্ড মানি করুন। বিকাশ/নগদ/উপায় 01644546402 রকেট 016445464020 টাকা পাঠিয়ে এডমিনের সাথে যোগাযোগ করুন

প্রশ্নঃ প্যাকেজ কিভাবে ক্রয় করতে হবে?

উত্তরঃ ফ্রি বায়োডাটা ছাড়া কাউকে প্রস্তাব পাঠাতে আপনাকে নিম্নের যেকোন একটি প্যাকেজ কিনতে হবে। ক) ১ জনকে প্রস্তাব পাঠানো ১০০ টাকা। খ) ৩ জন ২০০ টাকা। গ) ৫ জন ৩০০ টাকা। ঘ) ১০ জন ৫০০ টাকা। ঙ) ২৫ জন ১০০০ টাকা(স্পেশাল প্যাকেজ) স্পেশাল প্যাকেজের সুবিধা সমূহ- (১) ২৫ জনকে প্রস্তাব পাঠানো যাবে। (২) বায়োডাটা ফ্রি করে দেয়া হবে। ফলে অন্য বায়োডাটা থেকে আপনার বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠাতে পারবে। এটির ফলে প্রস্তাব বেশি পাবার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। (৩) ফেসবুকে পোস্ট করা হবে বায়োডাটা ১ বার যাতে করে অধিক প্রস্তাব পাওয়া যায়। তবে কেউ না চাইলে পোস্ট করা হবেনা। (৪) স্পেশাল সার্চ অপশন পাবেন। (৬) আপনি যদি চান আপনার চাহিদার বাইরে প্রস্তাব না আসুক তাহলে সেই রেসট্রিকশন নিতে পারবেন ৫টা। (জ) মাসনা/সুলাসা/রুবায়া(২য়/৩য়/৪র্থ) বিয়ের ক্ষেত্রে প্যাকেজঃ ১ জনকে প্রস্তাব পাঠানো ৩৫০ টাকা ,২ জনকে ৫৫০ টাকা,৩ জনকে ৭৫০ টাকা ,৫ জন ১০৫০ টাকা, ১৫ জন ২০৫০ টাকা,৩০ জন ৩০৫০ টাকা।) >প্যাকেজ কিনতে নিম্নের পার্সোনাল নাম্বারে আপনার চাহিদা প্যাকেজ অনুযায়ী (সেন্ড মানি) করুন। বিকাশ/নগদ/রকেট/উপায়(Send Money) 01644546402 এই নাম্বারে টাকা পাঠিয়ে এডমিনকে শেষের দুই ডিজিট জানান।

প্রশ্নঃ বায়োডাটার রিকুয়েষ্ট কিভাবে কাউন্ট করা হবে?

উত্তরঃ আপনি একজনকে রিকুয়েষ্ট পাঠানোর পরে আপনার বায়োডাটা দেখে অপরপক্ষ হা/না করে দিলে একটি রিকুয়েষ্ট কাউন্ট হবে। এছাড়া রিকুয়েষ্ট পাঠানোর ২৪-৪৮ ঘন্টার মধ্যে রেসপন্স না করলে অটো রিসিভ হবে ।তবে যিনি প্রস্তাব পাঠাবেন তিনি চাইলে ক্যানসেল করেও দিতে পারেন।রিকুয়েষ্ট গ্রহণ হবার আগে ক্যানসেল করলে রিকুয়েষ্ট ব্যাক পাবেন।

প্রশ্নঃ ছেলেদের বায়োডাটা এপ্রুভের শর্তগুলো কি?

উত্তরঃ ছেলেদের বায়োডাটা এপ্রুভের শর্তগুলো নিম্নরূপ- ১) বায়োডাটার প্রশ্ন অনুসারে সঠিক তথ্য প্রদান না করলে এপ্রুভ হবেনা। ২) ডিভোর্স পাত্রদের ক্ষেত্রে ডিভোর্স পেপারস না থাকা যা অন্যদের বিয়ের ব্যাপারে অনাগ্রহী করে তুলে সেসকল বায়োডাটা গ্রহণ করা হবেনা। ৩) অভিভাবকের ঘরে উপযুক্ত অভিভাবকের নাম্বার (অসুবিধা বা মৃত হলে অন্য উপযুক্ত কেউ বা পরিবারের মহিলাদের নাম্বার সেক্ষেত্রে প্রদান করা যাবে) না দিলে এপ্রুভ হবেনা। অভিভাবককে অবগত করে এখানে বায়োডাটা প্রদান করতে হবে। ৪) সরকার নির্ধারিত বয়স হওয়া। ৫) নিজের ও স্ত্রীর ভরণপোষণ করার মত মাসিক আয় থাকা। ৬) মূলত আপনার বায়োডাটা দেখে sbibaho.com সিদ্ধান্ত নিবে তা বিবাহের জন্য কতটুকু উপযুক্ত। ফলে sbibaho.com সাইটে সবার বায়োডাটা এপ্রুভ হবেনা। sbibaho.com কর্তৃপক্ষ যদি মনে করেন বায়োডাটাটি এপ্রুভের উপযুক্ত সেক্ষেত্রে এপ্রুভ উপযুক্ত বায়োডাটায় কথা বলে এপ্রুভ করা হবে।

প্রশ্নঃ মেয়েদের বায়োডাটা এপ্রুভের শর্তগুলো কি?

উত্তরঃ ১) বায়োডাটার প্রশ্ন অনুসারে সঠিক তথ্য প্রদান না করলে এপ্রুভ হবেনা। ২) ডিভোর্স পাত্রীদের ক্ষেত্রে ডিভোর্স পেপারস না থাকা যা অন্যদের বিয়ের ব্যাপারে অনাগ্রহী করে তুলে সেসকল বায়োডাটা গ্রহণ করা হবেনা। ৩) অভিভাবকের ঘরে উপযুক্ত পুরুষ অভিভাবকের নাম্বার না দিলেও এপ্রুভ হবেনা। কেউ চাইলে মহিলা অভিভাবকের (মা/বড় বোন) নাম্বার দিতে পারে পুরুষ অভিভাবকের পাশাপাশি। তবে শুধুমাত্র মহিলা অভিভাবকের নাম্বার দিয়ে বায়োডাটা এপ্রুভ হবেনা। তবে যাদের পুরুষ কোন অভিভাবক(বাবা,ভাই,চাচা,মামা, দুলাভাই ,খালু, ইত্যাদি) নাই তাদের ক্ষেত্রে শুধু অভিভাবক হিসাবে মহিলা অভিভাবকের নাম্বার বিবেচনা করা হবে। পুরুষ অভিভাবক থাকতে শুধুমাত্র মহিলা অভিভাবকের নাম্বার দিতে হলে ৩০০ টাকা প্রদান করতে হবে। ৪) সরকার নির্ধারিত বয়স হওয়া। তবে যারা এখন দেখাশোনা করে পরে বিয়ে দিবেন তারা এডমিনের সাথে এ ব্যাপারে আগে কথা বলে নিবেন। ৫) মূলত আপনার বায়োডাটা দেখে sbibaho.com সিদ্ধান্ত নিবে তা বিবাহের জন্য কতটুকু উপযুক্ত। ফলে sbibaho.com সাইটে সবার বায়োডাটা এপ্রুভ হবেনা। sbibaho.com কর্তৃপক্ষ যদি মনে করেন বায়োডাটাটি এপ্রুভের উপযুক্ত সেক্ষেত্রে এপ্রুভ উপযুক্ত বায়োডাটায় কথা বলে এপ্রুভ করা হবে।

প্রশ্নঃ কি কি কারনে জরিমানা প্রদান করতে হবে ?

উত্তরঃ (১)কারো বিয়ের কথা কোথাও চলমান থাকা/দিন নির্ধারণ হওয়া/এখন বিয়ে করবেনা/যোগাযোগে রিপ্লে না দিলে/বিয়ে হবার পরেও বায়োডাটা ওপেন রেখে দিলে এবং তার কাছে প্রস্তাব গেলে উক্ত প্রস্তাবের খরচ বাবদ প্রতি প্রস্তাবে ১০০ টাকা প্রদান করতে হবে। মূল কথা যেসকল কারনে অপরের প্রস্তাব প্যাকেজ অযথা খরচ হবে তার ক্ষতিপুরন প্রদান করতে হবে মিডিয়ার মাধ্যমে। (২) বায়োডাটা প্রদানের ১০০ দিনের মধ্যে বায়োডাটা বাতিল (বিবাহ হওয়া ব্যতিত) করতে হলে ৩০০ টাকা প্রদান করতে হবে। (৩) একই ব্যক্তি একাধিক ফর্ম পুরন করলে উভয় বায়োডাটা বাতিল হবে। সেক্ষেত্রে একটি বায়োডাটা রাখতে চাইলে বা পরবর্তীতে বায়োডাটা প্রদান করতে চাইলে ৫০০ টাকা প্রদান করতে হবে। (৪) বায়োডাটা বাতিল (বিবাহ হওয়া ব্যতিত) হলে/করে পুনরায় আবার প্রদান করতে হলে ৫০০ টাকা প্রদান করতে হবে। (৫) অভিভাবকের ঘরে উপযুক্ত পুরুষ অভিভাবকের নাম্বার প্রদান না করলে ৩০০ টাকা প্রদান করে বায়োডাটা এপ্রুভ করাতে হবে ।

প্রশ্নঃ রেজিষ্ট্রেশন ও প্যাকেজের মেয়াদ কতদিন?

উত্তরঃ রেজিষ্ট্রেশন ও প্যাকেজের মেয়াদ বিবাহ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তবে কর্তৃপক্ষ অবস্থার প্রেক্ষিতে চাইলে নির্দিষ্ট মেয়াদ প্রদান করতে পারবে যেকোন সময়।

প্রশ্নঃ রেজিষ্ট্রেশন ফি ও প্যাকেজের টাকা ফেরত প্রদানের নিয়ম কি?

উত্তরঃ রেজিষ্ট্রেশন ফি ও প্যাকেজ ফেরত প্রদান করা হয়না। এমনকি একজনের প্যাকেজ ও বায়োডাটা আরেকজনের জন্য ব্যবহার করা যাবেনা। বি.দ্রঃ কারো সাথে যোগাযোগ হবার পরে যদি জানা যায় তার বিবাহের কথা চলছে/দিন তারিখ হয়ে গেছে/বিবাহ এখন করবে না/বিবাহ হয়ে গেছে অথবা যোগাযোগের সময় নাম্বার বন্ধ বা রিপ্লে দিচ্ছে না এ জাতীয় কারনে প্যাকেজ ব্যাক /সমাধান দেয়া হবে। কিন্তু প্যাকেজের টাকা ফেরত প্রদান করা হয়না।

প্রশ্নঃ রিকুয়েষ্ট কিভাবে কাউন্ট হবে ?

উত্তরঃ আপনি একজনকে রিকুয়েষ্ট পাঠানোর পরে আপনার বায়োডাটা দেখে অপরপক্ষ হা/না করে দিলেই একটি রিকুয়েষ্ট কাউন্ট হবে। তাই আপনি এমন কোন বায়োডাটায় রিকুয়েষ্ট পাঠাবেন যাদের সাথে আপনি কথা বলতে ইচ্ছুক ও তাদের চাহিদার সাথে আপনার বায়োডাটা ম্যাচ করে। অন্যথায় অযথা রিকুয়েষ্ট পাঠিয়ে আপনার রিকুয়েষ্ট প্যাকেজ খরচ করবেন না । এছাড়া রিকুয়েষ্ট পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে রেসপন্স না করলে ২৪ঘন্টা পরবর্তী অটো রিসিভ হবে । অটো রিসিভ হওয়ার পরে কোন কারনে বায়োডাটা পছন্দ না হলে রিমুভ/ক্যান্সেল করে দিতে পারবেন। রিমুভ করলে বুঝে নিতে হবে তিনি আর আগ্রহী না। সেটা কথা বলার আগে হোক/পরে হোক। তাই কেউ ফোন না ধরলে বা কিছু না জানালে দেখতে হবে নিজের প্রোফাইল চেক করে রিমুভ/ক্যান্সেল করছে কিনা।

প্রশ্নঃ যেসব কারনে বায়োডাটা বাতিল করা হবে ।

উত্তরঃ ১)মিথ্যা তথ্য দিলে এবং কোন বায়োডাটার বিষয়ে মিথ্যা/ভুল/নেগেটিভ তথ্য জানার পরেও না জানালে। ২)এডমিনের সাথে অভদ্র আচারন,খারাপ ভাষায় কথা/তুচ্ছা তাচ্ছিল্য/নেগেটিভ মন্তব্য ইত্যাদি করলে। ৩)অন্য কারও ব্যাপারে নেগেটিভ সমালোচনা/খারাপ মন্তব্য/আক্রমনাত্বক কথা বললে বা অভদ্র আচারণ করলে। ৪) বায়োডাটা রেসপন্স না করার ফলে একাধিকবার অটো রিসিভ হলে এবং এ কারনে সমস্যা মনে হলে। ৫)ফেসবুকে/মিডিয়ায় সংশ্লিষ্ট কোথাও কমেন্ট/ম্যাসেজ/অন্য যেকোন মাধ্যম দিয়ে যোগাযোগ করলে বা নিজের কোড নাম্বার প্রদান করলে। ৬) কোন পাত্র/পাত্রীর প্রস্তাব পাঠানোর পর হা/না একটি সিদ্ধান্ত না দিলে । তবে যোগাযোগের পরে কেউ সিদ্ধান্ত না দিলে সেটা নেগেটিভ ধরে নিবেন। কেননা অধিকাংশ কারো মুখের উপরে আগ্রহী না বলতে অপছন্দ করে। তাই উক্ত বিষয়টি খেয়াল রেখে বারবার তাকে ফোন দেয়া বা মিডিয়ার মাধ্যম দিয়ে জোর করে তাদের মুখ থেকে না শব্দটা শুনা উত্তম হবেনা। ৭) ফর্মের নাম্বারের জায়গা ছাড়া অন্য কোন জায়গায় যোগাযোগ মাধ্যম দিলে। ৮) অভিভাবকের জায়গায় নিজেদের/অন্য কারো নাম্বার দিলে। ৯) ফর্মে দেয়া নাম্বার বন্ধ থাকলে/রিপ্লে না দিলে। ১০)ফ্রি প্রস্তাব মনে করে অপরপক্ষের চাহিদার সাথে নিজের বায়োডাটা ম্যাচ না করার পরেও অযথা ইচ্ছামত প্রস্তাব পাঠালে। ১১) একই ব্যক্তি একইসাথে একাধিকবার বায়োডাটা ফর্ম জমা দিলে। ১২) যৌতুক/এ জাতীয় যেকোন কিছু পাত্রী/পাত্রীপক্ষের কাছে দাবি করলে।

প্রশ্নঃ রেজিষ্ট্রেশন করে কিভাবে পাত্র/পাত্রী খুজতে/দেখাশোনা করবে?

উত্তরঃ রেজিষ্ট্রেশন পরবর্তী কোন বায়োডাটায় প্রস্তাব পাঠানোর পরে আগ্রহী হলে যোগাযোগ মাধ্যম পাবেন। সেই যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে হবে। পাত্র পাত্রীর দেখাশোনা হবে দুইপক্ষ যোগাযোগ করার পরে তাদের দুই পক্ষের সিদ্ধান্তে । দেখাদেখি ও খোজখবর পাত্র পাত্রীদের অভিভাবকগণ কথা বলে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন। কোন পাত্রী অভিভাবক ছাড়া নিজে নিজে পাত্র/তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করে কোন সমস্যা বা ফিতনায় পতিত হলে উক্ত দায়ভার পাত্রীর উপর বর্তাবে। কেননা যোগাযোগ হবে পাত্র/পাত্রের অভিভাবক এবং পাত্রীর অভিভাবকের(পুরুষ)সাথে। ফলে এভাবে যোগাযোগ করে সমস্যা হওয়া পাত্র ও পাত্রীদের বায়োডাটা বাতিল করা হবে ইনশাআল্লাহ। বি.দ্রঃ মিডিয়া সাজেষ্ট করে পাত্র/পাত্রের অভিভাবকদের(পুরুষ) সাথে পাত্রীর অভিভাবক(পুরুষ) যোগাযোগ করবে।দেখাশনার আগে পাত্রীর অভিভাবক অবশ্যই পাত্রের অভিভাবকদের সাথে কথা বলবে। এরপর দুই পক্ষ নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন দেখাদেখি ও বিয়ের ব্যাপারে। সব কিছু দেখে শুনে খোজ খবর নিয়ে নিজ দায়িত্বে আগাতে হবে। কোন সমস্যার দায়ভার(ইহ/পরকালীন) মিডিয়া বহণ করবে না।

প্রশ্নঃ sbibaho.com এ কি কি সুবিধা পাবেন?

উত্তরঃ ১) আনলিমিটেড ফ্রি প্রস্তাব পাঠাতে পারবেন কোন একটা প্যাকেজ কেনার পরে। ২) যতোজন ব্যক্তি এখানে আপনার রেফারে রেজিষ্ট্রেশন করবে সেগুলা এপ্রুভ হলে প্রতিটা বায়োডাটার জন্য ১টি পেইড(১০০ টাকা সমমূল্যের) প্রস্তাব ফ্রি পাবেন। ৩) নিজের প্রোফাইল নিজেই তত্বাবধান করতে পারবেন। ফলে আপনার পছন্দমত প্রস্তাব পাঠাতে পারবেন আবার কোন প্রস্তাব আসলে সেটা দেখে আপনি আগ্রহী/অনাগ্রহী করতে পারবেন। আগ্রহী দিলে তারা নাম্বার পাবেন। অনাগ্রহী দিলে নাম্বার পাবেনা। ফলে আপনার পছন্দমতো বায়োডাটায় যোগাযোগ করতে পারবেন। অপছন্দনীয় বায়োডাটায় যোগাযোগ করে বিরক্তবোধ বা সময় নষ্ট করতে হবেনা। ৪) প্রস্তাব আসলে মোবাইল নাম্বার/ইমেইলে ম্যাসেজ যাবে ফলে সহজেই প্রস্তাব আসার বিষয়টা জানতে পারবেন। ৫) রেজিষ্ট্রেশন পরবর্তী মিডিয়ায় আপনার পছন্দমত বায়োডাটা দেখতে পারবেন।ফলে সার্চ করে খুজতে হবেনা। তবে আপনি চাইলে সার্চ করে খুজেও প্রস্তাব পাঠাতে পারেন বা সেগুলা আপনি পছন্দের লিস্টে রেখে পরে প্রস্তাব পাঠাতে পারবেন। আমাদের রয়েছে একাধিকভাবে সার্চ করার অপশন। যার মধ্যে কিছু সবাই এবং কিছু স্পেশাল প্যাকেজ নেয়া বায়োডাটা ব্যবহার করতে পারবে। ৬) মিডিয়ায় আপনার পছন্দমত বায়োডাটা আসলে তা একটা নির্ধারিত সময় পরে জানিয়ে দেয়া হবে। ৭) নাম,বিস্তারিত ঠিকানা,বিস্তারিত শিক্ষা, মোবাইল নাম্বার এগুলা পাবলিকভাবে দেখানো হয়না।শুধুমাত্র আপনি যাদের ব্যাপারে আগ্রহী হবেন তারা এগুলা দেখতে পারবে। ৮) সম্পূর্ণ বায়োডাটা হাইড/গোপন রেখেও প্রস্তাব পাঠানোর সুযোগ আছে। তবে সেক্ষেত্রে স্পেশাল প্যাকেজের আওতাধীন হতে হবে আপনার বায়োডাটা।

প্রশ্নঃ ফ্রি সুবিধা কি ? এটা কিভাবে নেয়া যাবে ?

উত্তরঃ ফ্রি সুবিধার মাধ্যমে যে কেউ ফ্রি বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠাতে পারবে।ফলে প্রস্তাব বেশি আসবে। যাদেরকে এটা প্রদান করা হবে। (ক) স্পেশাল প্যাকেজ নিলে। (খ) বিবাহ পরবর্তী ফি ১০ হাজার থেকে শুরু করে উপরে সিলেক্ট করলে।

প্রশ্নঃ বায়োডাটা রেস্ট্রিকশন কি ও কিভাবে নেয়া যাবে ?

উত্তরঃ বায়োডাটা রেস্ট্রিকশন হচ্ছে আপনি চাচ্ছেন আপনার চাহিদার বাইরে কেউ অযথা আপনাকে প্রস্তাব দিতে না পারে এমন সিস্টেম। যেমন আপনি চাচ্ছেন আপনি শুধু ঢাকা জেলার জীবনসঙ্গী চান এবং অন্য কোন জেলার বায়োডাটা আপনাকে প্রস্তাব না দিক। রেস্ট্রিকশন নিয়ে আপনি এটা অফ রাখতে পারবেন ফলে ঢাকা জেলার বাইরে কোন প্রস্তাব যাবেনা। এভাবে বয়স,উচ্চতা,শিক্ষা,পারিবারিক অবস্থা,পেশা ইত্যাদি রেস্ট্রিকশন নেয়া যাবে। কে কতোটা রেস্ট্রিকশন নিতে পারবেন? (ক) স্পেশাল প্যাকেজ নিলে ৫টা রেস্ট্রিকশন নিতে পারবেন । (খ) বিবাহ পরবর্তী ফি ১৫ হাজার সিলেক্ট করলে ৩ টা রেস্ট্রিকশন। (গ) বিবাহ পরবর্তী ফি ২০ হাজার সিলেক্ট করলে ৫ টা রেস্ট্রিকশন। (গ) বিবাহ পরবর্তী ফি ২০ হাজারের উপরে সিলেক্ট করলে সবগুলো রেস্ট্রিকশন।

প্রশ্নঃ ফেসবুক/হোয়াটসএপ/টেলিগ্রাম চ্যানেলে নিজের বায়োডাটা পোস্ট দেবার নিয়ম কি ?

উত্তরঃ বায়োডাটা ফেসবুকে পোস্ট করার জন্য প্রথমত নিজের বায়োডাটা থাকা লাগবে। আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে বায়োডাটা পোস্ট করা হয়। পেইজ/গ্রুপে পোস্ট করলেই ১ বার হিসাবে কাউন্ট করা হবে। (ক) স্পেশাল প্যাকেজ নিলে ১ বার পোস্ট করা হবে। (খ) বিবাহ পরবর্তী ফি ১৫ হাজার সিলেক্ট এ ২ বার পোস্ট। (গ) বিবাহ পরবর্তী ফি ২০ হাজার সিলেক্ট এ ৫ বার পোস্ট। (ঘ) বিবাহ পরবর্তী ফি ২০ হাজার+ সিলেক্ট এ অনেকবার পোস্ট। (ঙ) এর বাইরে ৩০০ টাকা দিয়ে পোস্ট করানো যাবে।

প্রশ্নঃ কিভাবে পাত্র/পাত্রী দেখাশোনা করবেন?

উত্তরঃ রেজিষ্ট্রেশন পরবর্তী কোন বায়োডাটায় প্রস্তাব পাঠানোর পরে আগ্রহী হলে যোগাযোগ মাধ্যম পাবেন। সেই যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে হবে। পাত্র পাত্রীর দেখাশোনা হবে দুইপক্ষ যোগাযোগ করার পরে তাদের দুই পক্ষের সিদ্ধান্তে । দেখাদেখি ও খোজখবর পাত্র পাত্রীদের অভিভাবকগণ কথা বলে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন। কোন পাত্রী অভিভাবক ছাড়া নিজে নিজে পাত্র/তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করে কোন সমস্যা বা ফিতনায় পতিত হলে উক্ত দায়ভার পাত্রীর উপর বর্তাবে। কেননা যোগাযোগ হবে পাত্র/পাত্রের অভিভাবক এবং পাত্রীর অভিভাবকের(পুরুষ)সাথে। ফলে এভাবে যোগাযোগ করে সমস্যা হওয়া পাত্র ও পাত্রীদের বায়োডাটা বাতিল করা হবে ইনশাআল্লাহ। বি.দ্রঃ মিডিয়া সাজেষ্ট করে পাত্র/পাত্রের অভিভাবকদের(পুরুষ) সাথে পাত্রীর অভিভাবক(পুরুষ) যোগাযোগ করবে।দেখাশনার আগে পাত্রীর অভিভাবক অবশ্যই পাত্রের অভিভাবকদের সাথে কথা বলবে। এরপর দুই পক্ষ নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন দেখাদেখি ও বিয়ের ব্যাপারে। সব কিছু দেখে শুনে খোজ খবর নিয়ে নিজ দায়িত্বে আগাতে হবে। কোন সমস্যার দায়ভার(ইহ/পরকালীন) মিডিয়া বহণ করবে না।