এই বায়োডাটায় প্রস্তাব পাঠাতে চাইলে নিচের আগ্রহী বাটনে ক্লিক করুন।

আগ্রহী

এই বায়োডাটায় ম্যাসেজ পাঠাতে চাইলে নিচের Message বাটনে ক্লিক করুন।

Message

বায়োডাটা কোড

১২৪৯১

ব্যক্তিগত তথ্য

বৈবাহিক অবস্থা ডিভোর্সড(সন্তান নেই)
স্থায়ী ঠিকানা নাটোর সদর, নাটোর
বয়স ২৪ বছর
জন্ম তারিখ ১৯/০৮/২০০১
উচ্চতা ৫'৫"
ওজন ৫৬-৬০ এর মধ্যে
পেশা নাই
বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ
রক্তের গ্রুপ B+
শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী(অধ্যায়নরত)
SSC/Dakhil/সমমান,HSC/Alim/সমমান/অন্যান্য শিক্ষা(বিস্তারিত) SSC-Science-2018-4.83 HSC-Science-2020-5
কোন জাতীয় প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স/সমমান করতেছেন/সমাপ্ত করেছেন? জাতীয় বিশ্ববিদ্যালয়
গায়ের রং উজ্জ্বল শ্যামলা
ডিভোর্সের কারণ ও সন্তান সম্পর্কিত বিস্তারিত তথ্য ২৫/০১/২৫ তারিখে বিয়ে হয়। কিন্তু সংসার হয়নি বললেই চলে ওনার বাসায় হয়তো আমি সর্বোচ্চ এক সপ্তাহ ছিলাম।অনলাইন ম্যারেজ মিডিয়া থেকে বিয়ে হয়।আমার দ্বীনদারিতা দেখে উনি বিয়ে করেন।ওনার পরিবারের আমাকে পছন্দ হয়নি।এটা আমি বা আমার পরিবার জানতাম না।কারণ ওনারা কখনও প্রকাশ করেন নি।ওনারা অনেক মিথ্যা বলে বিয়ে করান।উনি আসলে দ্বীনি ছিলেন না।এছাড়াও কবিরাজের কাছে যাতায়াত ছিল।বিয়ের পর আমাকে অনেক বেশি মানসিক অত্যাচার করা হয় এবং বিয়ে ভাঙ্গার জাদু করা হয়।এছাড়াও আমার এক্স হাজবেন্ড স্ত্রীর হক আদায়ে পরিপূর্ণ অক্ষম ছিলেন।সব মিলে আমার অবস্থা অনেক খারাপ করে ফেলে ওনারা।তারপরও আমি সব মেনে ওনার সাথে থাকতে রাজি ছিলাম।কিন্তু যাদুর প্রভাব এতো বেশি ছিল যে আমার হাজবেন্ড আমাকে কোনোভাবেই সহ্য করতে পারতেন না।ওনারা নিজেরাই বলতেন আমাদের নাকি জাদু করা হয়েছে।তখন আমরা বুঝতাম না আমাদের মধ্যে সমস্যা কেন।এমন কি উনি নিজেই বলতেন আমার মাঝে উনি খুঁজেও দোষ পান না।কিন্তু তাও আমাকে সহ্য হতো না ওনার।একদিনও আমি স্বামী ,সংসার বা বউ হওয়ার অনুভূতি পাওয়ার সুযোগ পাইনি।বিয়ের দিন থেকেই ওনারা বিভিন্ন সমস্যা তৈরি করতে থাকেন।এক পর্যায়ে আমার অবস্থা মুমুর্ষ হয়ে গেলে আমি যদি মারা যাই এই ভয়ে আমার বাসায় পাঠান।এরপর আমার এক্স হাজবেন্ড কখনও যোগাযোগ করেন নি।আমি অনেক চেষ্টা করেছি। যাই হোক,আল্লাহ যা তাকদীরে রাখেন সেটাই উত্তম।এরপর ওনারা নিজেরাই ডিভোর্সের সিদ্ধান্ত নেন।কিন্তু ডিভোর্স দিতেও গড়িমসি করেন। ০৭/০৮/২৫ এ অবশেষে ডিভোর্স দেন উনি আমাকে।কাগজে আমি প্রায় ৬ মাস বিবাহিত থাকলেও ওনার সাথে দুই সপ্তাহ ও আমি থাকিনি।(আগ্রহী প্রার্থী খোজ খবর নিলে সত্যতা জানতে পারবেন ইন শা আল্লাহ।)

ধর্মীয় তথ্য

৫ ওয়াক্ত সালাত আদায়- মাঝে মাঝে কাজা হয়
বাইরে বের হলে বোরখা- পড়া হয়
বোরখার সাথে নিকাব(মুখ ঢাকা)- পড়া হয়
হাত ও পা মোজার মধ্যে পড়া হয়- দুইটাই
ইসলামিক বিষয় পড়া/শোনা হয়- কুরআন, হাদিস, ইসলামিক বুক, ওয়াজ
পছন্দের কমপক্ষে ৩ জন আলেমের নাম- ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর,জসিম উদ্দিন রহমানী, মাহমুদুল রহমান গুণভি,হারুন ইজহার,শাইখ বিন বায, ড. সালেহ আল ফাওযান,আহমেদ মুসা জিবরীল, জাকারিয়া মাসুদ,হিশাম আবু ইউসুফ, ড. ওমার সুলায়মান, আসিম আল হাকিম, ড. আমিনা বিলাল ফিলিপস ইত্যাদি(সকল হক্কানী আলেম)
নন মাহরামের সামনে পর্দা- করার চেষ্টা করি
পরিবারে অন্যান্য সদস্যরা দ্বীন পালন- মোটামুটি করে
আকিদা/মাঝহাব/অন্যান্য অনুসরণ করি- হানাফি
কোন নেশাদ্রব্য( পান ,বিড়ি ,সিগারেট,পর্দা,গাজা,মদ ইত্যাদি এক/একাধিক)- খাওয়া/পান করা হয়না
যৌতুকলোভী/অন্যকিছুতে আগ্রহী ভিক্ষুক/ইতরশ্রেণীর পাত্র/পাত্রপক্ষ- প্রস্তাব দিবেন/গ্রহণ করবেন না
শারিরিক বড় কোন রোগ- নেই
আপনার আরো ভালো দিক লিখুন- নিজের মধ্যে ভালো দিক খুঁজে পাওয়া খুবই সহজ।কিন্তু খারাপ দিক খুঁজে বের করা অনেক কঠিন।কারণ মানুষ নিজেকে নিজে ভালই মনে করে সব সময়।ভালো বা খারাপ দিক কোনটা সেটা বলছি না।শুধু নিজের অবস্থা বর্ণনা করছি: খুবই সহজ সরল সাদাসিধে একটা মানুষ আমি যার জীবন খুবই সাধারণ।কোনো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চবিশালী আশা নেই।নেই কোনো স্পেশাল দিক।আমি জাস্ট আল্লাহর এক গুনাহগার বান্দা যে নিজেকে প্রতিনিয়ত উত্তম বান্দা বানানোর চেষ্টায় আছে।আলহামদুলিল্লাহ্। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে পড়ালেখা করতাম।তখন দ্বীনের তেমন বুঝ ছিল না।পড়ালেখা চলাকালীন ১ বছর না হতেই আমি জানতে পারি কো এডুকেশন হারাম।জানার পর আমি সেটা ছেড়ে দেই। আলহামদুলিল্লাহ।কিন্তু বাবা মায়ের শখ আমি পড়ালেখা করবো।তাই তাদের মন রক্ষার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।তখন অনার্সে ভর্তির সুযোগ না থাকায় ডিগ্রী তে ভর্তি হতে হয়।কিন্তু আমি এটা বিয়ের পর কন্টিনিউ করতে চাই না।কারণ আমার মনে হয় সন্তান লালন পালন করতে যতটুকু দুনিয়াবি প্রাতিষ্ঠানিক জ্ঞান দরকার আল্লাহ আমাকে সেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ।কিন্তু আমি দ্বীনি পড়ালেখা করতে চাই অনেক। বর্তমানে আমি আইওএম এর আলিম প্রিপারেটরি কোর্সে ৪র্থ সেমিস্টারে পড়ছি আলহামদুলিল্লাহ।জানুয়ারিতে -২০২৬ এ ৫ম সেমিস্টারে যাবো ইন শা আল্লাহ।এই কোর্স শেষ করার ইচ্ছা রাখি এবং আরও অনেক অনেক ইলম অর্জন করতে চাই ইন শা আল্লাহ।যেন আমার সন্তানরা আমার থেকে দ্বীন শিক্ষা পায় এবং আমি দ্বীনের পথে খেদমত করতে পারি ইন শা আল্লাহ। এছাড়াও দ্বীনি আর ছোট ছোট কিছু কোর্স করা আছে এবং চলমান আলহামদুলিল্লাহ্। ব্যাক্তিগতভাবে আমি চঞ্চল,হাসিখুশি আর মিশুক একটা মেয়ে।অপরিচিত মানুষকে সহজে আপন করে নিতে পারি আলহামদুলিল্লাহ।জুহুদের চেষ্টা করি,দরকার ছাড়া বাসায় থেকে বাইরে যাই না,সকল প্রকার ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।পরিপূর্ণরূপে পর্দা করার চেষ্টা করি এবং নিজের নজর হেফাজতের চেষ্টায় থাকি।চাকরি বা ব্যবসা করতে চাই না। ফেমিনিজম, সেক্যুলারিজম, লিবারেলিজম এবং এমন অন্য সকল বিষয় ঘৃণা করি।পর্দা করে সব করা যায় এটা একদমই মনে করিনা। এম্বিভার্ট টাইপের মানুষ আমি।দূরদর্শী এবং বিচক্ষণতার সাথে সবকিছু চিন্তার চেষ্টা করি এবং ইলমী আলোচনা করতে পছন্দ করি।চেষ্টা করি নিজের ভুলগুলো নিয়ে ফিকির করার এবং অন্যের হক রক্ষার করার। কারো সাথে অন্যায় বা হক নষ্ট করা সহ্য করতে পারিনা। খাদিজা রাঃ কে ফলো করি।ওনার মতো স্ত্রী,মা,মেয়ে ও উম্মত হতে চাই ইন শা আল্লাহ।অধিক সন্তান সন্ততি চাই এবং সবাইকে মুজাহিদ হিসেবে গড়ে তুলতে চাই।নিজে শহীদ হতে চাই এবং শহীদের মা ও স্ত্রী হতে চাই বি ইযনিল্লাহ। ইসলামিক পড়ালেখা করতে ভালো লাগে।অবসর সময়ে বিভিন্ন লেকচার শুনি বা মুসলিম মাজলুম ভাই বোনদের খবর দেখি,আখিরাতের কথা ভাবি ইত্যাদি।কোলাহল,হৈচৈ একদম ভালো লাগে না।প্রাকৃতিক এবং শান্ত পরিবেশ অনেক ভালো লাগে। নিজের সম্পর্কে এভাবে বলার জন্য আর বেশি কিছু পাচ্ছি না।এতগুলো কথা বলেছি যেন অপরপক্ষের মানুষের আমাকে বুঝতে একটু হলেও সুবিধা হয়। এরপরও কিছু জানার থাকলে যোগাযোগ করবেন ইন শা আল্লাহ।
ধর্মীয় বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা- প্রথমত আমি মুসলিম উম্মাহর জন্য কিছু করতে চাই যেন তা আমার সদকায়ে জারিয়া হয় বি ইযনিল্লাহ ।দাওয়াতী কাজ করতে চাই ইন শা আল্লাহ।ভবিষ্যতে কুরআন আর এরাবিক ভাষার উস্তাযা হতে চাই বি ইযনিল্লাহ।পরিপূর্ণ একটা ইসলামিক পরিবার গঠন করতে চাই এবং সন্তানদের মুহাদ্দিস,মুফাসসির,মুত্তাকী,মুজাহিদ এবং মুহাজির হিসেবে বড় করতে চাই ইন শা আল্লাহ। দ্বীনের পথে অনেক অনেক পড়ার ইচ্ছা আছে ইন শা আল্লাহ। এই সকল কিছু করতে আমার দুনিয়া এবং আখিরাতের সঙ্গীকে অনেক সাপোর্টিভ হতে হবে ইন শা আল্লাহ।কখনও বাধা না হয়ে সহযোগী হয়ে পাশে থাকা লাগবে এবং উনিও আমাকে সব সময় পাশে পাবেন ইন শা আল্লাহ।

পারিবারিক তথ্য

পিতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- ব্যবসায়ী,এসএসসি পাশ এবং জীবিত আলহামদুলিল্লাহ।
মাতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- গৃহিণী,অনার্সের ৪র্থ বছরের ফাইনাল পরীক্ষা দিতে পারেন নি এবং জীবিত আলহামদুলিল্লাহ।
ভাই বোনের সংখ্যা, বৈবাহিক অবস্থা ও কে কি করে বিস্তারিত লিখুন- একজন বোন আছে।অবিবাহিত এবং বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করে।
নিকট আত্বীয়দের মাঝে ভালো অবস্থানে যারা আছে তাদের সম্পর্কে লিখুন- চাচারা একজন মৃত,একজন নিখোঁজ ,একজন বেসরকারি চাকরিজীবী এবং একজন ব্যবসায়ী। মামারা একজন মৃত,একজন অবসরপ্রাপ্ত,দুইজন সরকারি চাকরিজীবী এবং একজন প্রাইভেট কার চালক।
পারিবারিক অবস্থা- মধ্যবিত্ত
নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত(আপনাদের কেমন বাড়ি(বিল্ডিং, ফ্লাট, আধা পাকা, টিনসেড ইত্যাদি) ও জায়গা জমি ইত্যাদি) লিখুন – ( **কুফু মেলাতে এগুলা অনেকের প্রয়োজন হয়।) বর্তমানে আব্বুর ব্যবসায় সূত্রে আমরা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকি।গ্রামে নিজেদের বাড়ি আছে ,।উপরে টিন আর ফ্লোর+ওয়াল করা এবং আব্বুর কেনা কিছু জমি আছে আলহামদুলিল্লাহ
পাত্রী বিবাহের জন্য আগ্রহী/সম্মতি প্রকাশ করছেন কি? হ্যাঁ
পাত্রীর অভিভাবক বিবাহের জন্য অনুমতি প্রদান করছেন কি? হ্যাঁ

প্রত্যাশিত জীবনসঙ্গী তথ্য

জেলা যেকোনো
বয়স ২৪ বছর হইতে ৩৪ বছর পর্যন্ত
উচ্চতা ৫'৮" হইতে ৬'২" পর্যন্ত
গায়ের রং উজ্জ্বল ফর্সা, হলুদ ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা, কালো
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড(সন্তান নেই), বিপত্নীক(সন্তান নেই)
আকিদা/মাঝহাব/অন্যান্য হানাফি, নওমুসলিম
পারিবারিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, বেসরকারি চাকরি, ব্যবসা, প্রাইমারি (টিচার), হাইস্কুল (টিচার), কলেজ(টিচার), ভার্সিটি(টিচার), মাদ্রাসা(টিচার), প্রাইভেট(টিচার), ফ্রিল্যান্সার, ডাক্তার(অন্যান্য), ইমাম, ইমাম ও খতিব, প্রতিষ্ঠান প্রধান
শিক্ষাগত যোগ্যতা আলিম(অধ্যায়নরত/পাস), ডিপ্লোমা(পাস), অনার্স(পাস), বিএসসি ইঞ্জিনিয়ারিং(অধ্যায়নরত/পাস), এমবিবিএস(অধ্যায়নরত/পাস), বিডিএস(অধ্যায়নরত/পাস), অনার্স সমমান(পাস), অনার্স(মাদ্রাসা)(পাস), মাস্টার্স(পাস), এমএসসি ইঞ
এছাড়া নিম্নের যেমন পাত্র বিবাহ করতে আগ্রহী ছাত্র, ছাত্র (আয় আছে), ছাত্র(ডাক্তার), ছাত্র(ইঞ্জিনিয়ার), ছাত্র(পাবলিক বিশ্ববিদ্যালয়), প্রবাসী(স্ত্রীকে নিয়ে যাবে), মধ্যপ্রাচ্যে অবস্থানরত, নামাজি, হারাম কাজ/পেশায় যুক্ত নয়, নেশা করেনা
প্রবাসী/সিটিজেন পাত্র বিয়ে করতে আগ্রহী আছেন কি? সাথে নিয়ে গেলে
আরও কিছু বলার থাকলে লিখুন যেহেতু আমি এখানে শুধু আমার জীবনসঙ্গী খুজছি না,আমার সন্তানদের পিতাকেও খুজছি তাই আমি কিছু জিনিস একদমই ছাড় দিতে পারবো না।সেগুলো হলো: ◾খুব বড় ওজর ছাড়া মসজিদের জামাত ত্যাগ করে না ,সুন্নাত পরিমাণ দাড়ি আছে এবং টাখনুর উপরে কাপড় পড়ে। ◾তাওহীদ,আকিদা, মানহায ও মাযহাব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ◾খিলাফত চায়,মুজাহিদ হতে চায় এবং তাগুত ও সকল প্রকার কুফরের বিষয়ে সোচ্চার। ◾প্রকৃতপক্ষে গায়রতবান,হাসিখুশি,মন খোলা(স্ত্রীর সাথে),ধৈর্যশীল,দানশীল,নজর ও লজ্জাস্থান হেফাজতকারী এবং অধিক সন্তান নিতে আগ্রহী। ◾বদমেজাজি, অহংকারী নয় ও অন্যকে ছোট করে না। ◾কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে হিকমতের সাথে সব ম্যানেজ করতে পারে।সিদ্ধান্ত নিতে অন্যের উপরে নির্ভরশীল নন। ◾সব পরিস্থিতে হালাল ইনকামকারী।দুনিয়ার বিনিময়ে আখিরাত কেনার ইচ্ছা পোষণকারী। ◾নিজের ভুল সম্পর্কে ফিকিরকারী এবং ইলমের অন্বেষণকারী। ◾আমাকে অবশ্যই দ্বীনি পড়ালেখায় এবং কাজে সর্বোচ্চ সাহায্য করবে এবং নিজেও একজন দা'ই হবে। ◾উনি আমাকে মুক্তোর মতো লুকিয়ে রাখবেন। যেসব দিক থাকা যাবে না: ◾ মাযহাবকে আলাদা ধর্মের মতো বানিয়ে ফেলেছে। ◾সো কল্ড পর্দাশীল মেয়ে চায় যাকে দেবর, বোনের স্বামী এছাড়াও আত্মীয়-স্বজনের অন্যান্য নন মাহরামের সামনে যাবে বা তাকে যেতে বলা হবে। ◾ছবি চাইতে আগ্রহী। ◾যে তার স্ত্রী এবং কন্যাকে কো এডুকেশনে পড়াতে চায়,চাকরি করতে দিতে চায় অথবা ওমেন এম্পাওয়ারমেন্ট এ বিশ্বাসী। সর্বোপরি কেউ আমরা পারফেক্ট নই।ওনার দ্বীনি দিক ঠিক থাকলে অবশ্যই আমি অন্যদিকে ছাড় দিতে রাজি আছি।কিন্তু দ্বীনি দিক ঠিক না থেকে অন্যদিক অনেক ভালো হলেও যোগাযোগের দরকার নেই।যদি আপনার মনে হয় আমার মধ্যে আপনার অনাগত সন্তানের মায়ের গুণাবলি আছে এবং আমার সন্তানের পিতার জন্য আমি যেসব গুণাবলি খুজছি সেগুলো আপনার মধ্যে আছে তাহলে যোগাযোগ করবেন ইন শা আল্লাহ। ধৈর্য ধরে পড়ার জন্য জাযাকুমুল্লাহু খৈইর।