| বর্তমান ঠিকানা |
সাপাহার, নওগাঁ |
| কর্মস্থল |
রাশিয়া |
| পেশা(বিস্তারিত) |
ইন্জিনিয়ারিং ১ম বর্ষ, মস্কো টেকনোলজিক্যাল ইনিস্টিউট, মস্কো, রাশিয়া। সাবজেক্ট : ইলেকট্রিক পাওয়ার এবং নেটওয়ার্ক। সাথে দেশে ব্যবসা করার জন্য চেষ্টা চলতেছে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি শুরু করব ইনশাআল্লাহ,।
আলহামদুলিল্লাহ, এখানে আমার এক দ্বীনি ভাই ছিল, তার সাথে ব্যবসায় সাহায্য করতাম পড়ালেখার পাশাপাশি। এখন থেকে আমার দেশে ব্যবসা করার জন্য যথেষ্ট পুঁজিও সংগ্রহ করার সুযোগ দিয়েছেন আল্লাহ সুভানাহু তায়ালা। আলহামদুলিল্লাহ |
| রক্তের গ্রুপ |
A+ |
| শিক্ষাগত যোগ্যতা |
বিএসসি ইঞ্জিনিয়ারিং(অধ্যায়নরত) |
| SSC/Dakhil/সমমান,HSC/Alim/সমমান/অন্যান্য শিক্ষা(বিস্তারিত) |
SSC -science 2019 GPA 5
HSC - science 2021 GPA 5 |
| কোন জাতীয় প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স/সমমান করতেছেন/সমাপ্ত করেছেন? |
বিদেশী বিশ্ববিদ্যালয় |
| গায়ের রং |
শ্যামলা |
| মাসিক আয়/বেতন |
৪১-৫০ হাজারের মধ্যে |
| ৫ ওয়াক্ত সালাত আদায়- |
করা হয় |
| সুন্নাতি দাড়ি- |
কখনো কাটা হয়নি |
| প্যান্ট পড়া হয়- |
টাখনুর উপরে |
| ইসলামিক বিষয় পড়া/শোনা হয়- |
কুরআন, হাদিস, ইসলামিক বুক |
| পছন্দের কমপক্ষে ৩ জন আলেমের নাম- |
ইমাম ইবনে তাইমিয়া র;, ইবনুল ক্যাইয়িম র; ইমাম আন নবাবি র:, ইমাম আয যাহাবী র:, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফি:, আবু বকর জাকারিয়া হাফি: আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ: তাদের বইগুলো আমার বেশি প্রিয়, আরো অনেকেই আছে, আল্লাহ তাদের উত্তম জাজা দান করুক।,আমিন। |
| নন মাহরামের সামনে পর্দা- |
পরিপূর্ণ করা হয় |
| পরিবারে অন্যান্য সদস্যরা দ্বীন পালন- |
মোটামুটি করে |
| আকিদা/মাঝহাব/অন্যান্য অনুসরণ করি- |
সালাফি/আহলে হাদিস |
| কোন নেশাদ্রব্য( পান ,বিড়ি ,সিগারেট,পর্দা,গাজা,মদ ইত্যাদি এক/একাধিক)- |
হারাম তাই খাইনা |
| আল্লাহর কসম পাত্রীপক্ষের কাছে যৌতুক(ভিক্ষা/জুলুম করা)/অন্য কিছু- |
চাওয়া হারাম মনে করি |
| শারিরিক বড় কোন রোগ- |
নেই |
| আপনার আরো ভালো দিক লিখুন- |
নিজের সম্পর্কে বলতে খুব ভয় হয় সাথে রিয়ারও ভয় হচ্ছে, আল্লাহ আমাকে রক্ষা করুক। তবুও কিছু বলতেই হচ্ছে, ইলম অর্জন এবং সেই অনুযায়ী নিজের জীবন সাজাতে ব্যাকুল আমার হ্রদয়। কুরআন ও সহীহ হাদিস অনুযায়ী পূর্নাঙ্গ একটা জীবন গঠন করতে চাই যা আসমানের আয়নায় আকাঁ। পৃথিবীর সকল মানুষ আমার বিরুদ্ধে যাক, আমাকে হত্যা করা হোক তবুও কুরআন ও সহীহ হাদিসের আলোকে আমাকে আমার রব যে জ্ঞান দান করেছেন এবং যে পথে পরিচালিত করেছেন তা হতে এক চুল পরিমান বিচ্যুত হতে রাজি নই ইনশাআল্লাহ। সন্দেহ যুক্ত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি। ফেতনা সৃষ্টির আকাঙ্ক্ষা আছে এমন সব বিষয় হতে নিজের সরিয়ে রাখি, আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি। জানি এগুলোর ভালো দিকও রয়েছে কিন্তু আমি যুবক আর এগুলো অনিয়ন্ত্রিত। আর এই ভয়েই বিদেশ থেকে দেশে আসতেছি জানুয়ারিতে ইনশাআল্লাহ। এখানে একটি প্রশ্ন,; কেন আমি সালাফি মানহাজ জানা ও মেনে চলার পরও বিদেশে আসলাম?
উত্তর :- আমাদের দেশে মোটামুটিভাবে সাকসেসফুল লাইফ ধরা হয় পড়াশোনা শেষ করে চাকরি করাকে। এই চিন্তাধারা মূলত প্রায় ২ শত বছর বিট্রিশ শোষণ আর শাষণে আমদানি হয় আমাদের ব্রেনে।আমাদের মাটিতে বসে তারা চাকরি দিত আর আমরা করতাম। এভাবে চাকরি করে সুন্দরভাবে একটা জীবন হয়তো চলে যাবে কিন্তু সমাজ কিংবা ইসলামের জন্য বড় কোনো অবদান রাখা যাবে না। আমাদের মাটিতে তারা মালিক আর আমরা তাদের কর্মী। আমি চেয়েছি চাকরি না করে এমন কিছু করব যাতে আরো ১০ জন আমার অফিসে বা প্রতিষ্ঠানে চাকরি করবে। সেই জন্য প্রয়োজন, সঠিক পরিকল্পনা, অর্থ এবং আল্লাহর সাহায্য ( রিজিক)।
আর এই অর্থ আমি ঋণ কিংবা পিতার কাছ থেকেও নিতে চাইনি। আলহামদুলিল্লাহ এই প্রায় ৩ বছরে আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ।
এখানে মাসিক আয় যেটি দিয়েছি এটি হচ্ছে, যদি আমি একদম ফ্রী থাকি জাস্ট নিজেদের বাগানগুলো দেখাশুনা করি তাহলেই সেটি ইনকাম করতে পারব ইনশাআল্লাহ কিন্তু আমি এটিতেই সীমাবদ্ধ থাকব না ইনশাআল্লাহ। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন মদিনার আনসারদের সাথে মুহাজিরদের সাথে দ্বীনি ভাই সম্পর্ক স্থাপন করলেন, সেটিন আব্দুর রহমান বিন আউফ রা: এর দায়িত্ব যিনি নিলেন তিনি, বলেছিলেন ভাই আমাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমার যা আছে তার ৫০ % তোমার আর ৫০ % আমার এমনকি নিজের ২ বৌয়ের একজনকে দিতে চেয়েছিলেন কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাহি: বলেছেন আল্লাহ তোমার সম্পদে এবং পরিবারে বারাকা দান করুক ভাই, আমাকে মদিনার বাজার দিখিয়ে দাও আমি ব্যবসা করব। সেদিন আব্দুর রহমান বিন আউফ রা হাতের মুঠোয় বিনা পরিশ্রমে মিলিয়নিয়ার হওয়ার চেয়ে আল্লাহ তার মধ্যে যে যোগ্যতা দিয়েছেন তা ব্যবহার করে নিজের আমিত্ব খুঁজে পেতে চেয়েছিলেন। এবং হয়েছিলেন দুনিয়া ও আখিরাতে সেরাদের শ্রেষ্ঠ। আমরাও কি পারি না তাদের মতো হতে? পারিনা কি নতুন করে জেগে উঠতে? জীবনটা কি রাঙাতে পারিনা আল্লাহর রংয়ে!
আল্লাহ আমাকে ক্ষমা করুক, সিরাতুল মুস্তাকিম দান করুক। আমাকে সহ সকলকেই দান করুক, আমিন। |
| ধর্মীয় বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা- |
অল্লাহে, অনেক বিশাল পরিকল্পনা রয়েছে, আল্লাহ কবুল করুক। এই জন্য আমার প্রয়োজন একটা তাকওয়াশীল স্ত্রী। যে সত্যের পথে আমাকে সাহায্য করবে, আমার পথের সঙ্গী হবে দুনিয়া ও আখিরাতে।
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত 'আমাল বন্ধ হয়ে যায় তিন প্রকার 'আমাল ছাড়া। ১. সদাকাহ্ জারিয়াহ্ অথবা ২. এমন 'ইল্ম যার দ্বারা উপকার হয় অথবা ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে। ( ই. ফা. ৪০৭৭, ই. সে. ৪০৭৬)।
সহিহ মুসলিম, হাদিস নং ৪১১৫
হাদিসের মান: সহিহ হাদিস।
এমন ভাবে বাঁচব পৃথিবীতে যেন মৃত্যুর পরও আমলে সলেহ্ এর ফুলকিধারা বন্ধ না হয় কিযামত পর্যন্ত এবং পুরোটা জীবন সে পথেই ব্যায় করব আল্লাহর জন্য ইনশাআল্লাহ।
সত্যিকার সফল তো সে যে জাহান্নাম হতে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করল। বাকি সকল সফলতা দিনশেষে শৃন্যতা কিংবা মরীচিকা ( সূরা আলে ইমরান এর ১৮৫ এর সারমর্ম)। আমাদের উচিত সেই চিরস্থায়ী জীবনের দিকে, সুখের দিকে প্রত্যাবর্তন করা, প্রতিযোগিতা করা। অন্যের চোখে বড় না হয়ে, জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করে পরকালীন সকল বিপদ হতে রক্ষা পয়ে জান্নাতুল ফেরদৌসের সেই জায়গায় পৌঁছার চেষ্টা করা যেখানে থাকলে হওয়া যায় আল্লাহর নিকট প্রতিবেশী ঠিক আসিয়া আ: এর মত! ( সূরা তাহরীম আয়াত ১১)
আল্লাহ ক্ষমা করো, সেই সেই পথে চালাও যে পথে চললে তুমি খুশি হও। |
| পিতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
নিজস্ব আমবাগান + ফসলি জমি দেখাশুনা করেন। নিজে নিজে পড়তে ও লিখতে পারেন প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন নেই। |
| মাতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
ঘরের রাণী, তিনি নিজে নিজে লিখতে ও পড়তে পারেন, প্রতিষ্ঠানিক শিক্ষা তেমন নেই। তবে এখন তিনি ইসলামিক বিভিন্ন বই এবং কুরআন পড়তে খুব আগ্রহী এবং পড়েন |
| ভাই বোনের সংখ্যা, বৈবাহিক অবস্থা ও কে কি করে বিস্তারিত লিখুন- |
১ ভাই, ছোট। হিফজ চলমান। |
| নিকট আত্বীয়দের মাঝে ভালো অবস্থানে যারা আছে তাদের সম্পর্কে লিখুন- |
প্রভাষক, মাদ্রাসার পরিচালক এবং বেশির ভাগই নিজেদের বাগান ও ফসলী জমি দেখাশুনা করেন |
| পারিবারিক অবস্থা- |
মধ্যবিত্ত |
| নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত(আপনাদের কেমন বাড়ি(বিল্ডিং, ফ্লাট, আধা পাকা, টিনসেড ইত্যাদি) ও জায়গা জমি ইত্যাদি) লিখুন – ( **কুফু মেলাতে এগুলা অনেকের প্রয়োজন হয়।) |
আমার পরিবারে যেন ১০০ % দ্বীনের পথে চলে সে জন্য এ বছর ৩ তলা ফাউন্ডেশনের মধ্যে ১ ম তলা কম্পিলিট আলহামদুলিল্লাহ। এছাড়া বসতবিটা অনেক প্রসস্থ। আম বাগান + ফসলি জমি প্রায় ১৫ বিঘার মত রয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা জরুরি মনে করছি, আমার পরিবার একসময় একদম ভিন্ন রকম ছিল( ৬ বছর আগের কথা)। আব্বা, মা কেউ সলাত আদায় করত না। আব্বা সিগারেটও খেত। হারাম কিছু ইনকামও ছিল। আল্লাহ আমার প্রতি দয়া করলেন, আমাকে কুরআন শিক্ষার সুযোগ দিলেন তখন আমি ৯ম শ্রেনীতে। ধীরে ধীরে পরিবর্তন শুধু হল আমার। প্রথমে কেউ মেনে নেইনি, বলতো আমি জঙ্গি হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি।
আলহামদুলিল্লাহ ২ / ১ বছরে তাদের ভুল ভাঙল। তাদেরকে দাওয়াত দিতে থাকলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পিতা হারাম সব কিছু ছাড়লেন, সিগারেট ও ছাড়লেন। সলাতও পড়তে লাগলেন। আমার মা এর মধ্যে আরো বেশি পরিবর্তন লক্ষ্য করলাম। আলহামদুলিল্লাহ সব পরিবর্তন হতে লাগল। এখনও সেটি চলমান। আলহামদুলিল্লাহ। |
| পাত্র বিবাহের জন্য আগ্রহী/সম্মতি প্রকাশ করছেন কি? |
হ্যাঁ |
| পাত্রের অভিভাবক বিবাহের জন্য অনুমতি প্রদান করছেন কি? |
হ্যাঁ |
| জেলা |
ঢাকা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, বগুড়া |
| বয়স |
১৬ বছর হইতে ২৭ বছর পর্যন্ত |
| উচ্চতা |
৪'১১" হইতে ৫'৮" পর্যন্ত |
| গায়ের রং |
উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা |
| বৈবাহিক অবস্থা |
যেকোনো |
| আকিদা/মাঝহাব/অন্যান্য |
সালাফি/আহলে হাদিস |
| পারিবারিক অবস্থা |
যেকোনো |
| পেশা |
নাই |
| শিক্ষাগত যোগ্যতা |
অন্যান্য(অধ্যায়নরত) |
| এছাড়া নিম্নের যেমন পাত্রী বিবাহ করতে আগ্রহী |
লেখাপড়া করবে, দেনমোহরের ব্যাপারে সহনশীল, নামাজি, হারাম কাজ/পেশায় যুক্ত নয়, নেশা করেনা |
| প্রবাসী/সিটিজেন পাত্র হলে বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে যাবেন? |
প্রযোজ্য নয় |
| আরও কিছু বলার থাকলে লিখুন |
ওল্লাহে খুব ভয় হয় এই বিষয় নিয়ে, কিন্তু আবার আশায় বুকটা ভরে ওঠে, আমি তো আমার রবের কাছে রবের শিখিয়ে দেওয়া দোয়াই করেছি,করছি আরও করব ইনশাআল্লাহ। তাহলে হতাশ নয় জাস্ট তায়াক্কুল করতে হবে, সবর করতে হবে।
আমি চাই সত্যিকরের একজন পরিষ্কার হ্রদয়ের মানুষ। যে তার নিজের ইচ্ছেগুলো আল্লাহর কাছে সঁপে দিয়েছে। যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে জানে।সমাজের যাবতীয় রীতি ও কুসংস্কার এর দমনকারী, এতে সবাই অখুশি হলেও বিনুময়ে রব তো খুশি। যার চোখ দুটি রবের ভয়ে অশ্রুসিক্ত। যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু বের হয়। জীবনের যেকোনো প্রয়োজনে সলাতে দাঁড়িয়ে রবকে ডাকে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ও সাহাবাদের ( রা;) পথ ব্যতিত ভিন্ন কোনো পথ অবলম্বন করবে না। যে ইসলামের ব্যসিক বিষয়গুলো জানে এবং মেনে চলে। মাহরাম নন মাহরাম বিষয়ে জ্ঞান রাখে। আকিদা, তাওহিদ, ইমান, শিরক, কুফর ইত্যাদি ব্যাসিক বিষয়গুলো জানে এবং জীবনে ব্যস্তবায়ন করে।। নিজের পর্দার ব্যাপারে ইলেকট্রন পরিমান ছাড় দিতে রাজি নয়। আরও একটি বিশেষ অনুরোধ, রাতে কিয়ামুল লাইলে অভ্যাস্ত হতে হবে। অন্তত ২ রাকাত। সর্বাপরি তাকওয়ার জীবন গড়ে যেন রহমানের সেরা দাস হতে পারি ( ফর্মূলা রহমানের সেরা দাসের, সূরা ফুরকান আয়াত ৬৩-৭৭) এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দুনিয়া ও আখিরাত এর প্রশ্নে কোনো ভাবনা ছাড়াই যেন আখিরাতকে বেছে নিই।ওহির আলোয় জ্বলে উঠুক আমাদের এ জীবন এবং তাওহিদের মার্শালে গুড়িয়ে যাক সকল দাসত্বের শিকল।
আল্লাহ ক্ষমা করুক, সেই অনুযায়ী চলার জ্ঞান ও শক্তি দান করুক। আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দ্বীনাক।আমিন |