বর্তমান ঠিকানা |
ময়মনসিংহ, ময়মনসিংহ, ভালুকা |
কর্মস্থল |
ময়মনসিংহ |
পেশা(বিস্তারিত) |
বিসিএস ননক্যাডার (১০ম গ্রেড)। এখনো চেষ্টা চলমান আছে, একাধিকবার বিসিএস রিটেন পরীক্ষায় অংশ নিয়েছি। আল্লাহ চাইলে ভবিষ্যতে ক্যাডার সার্ভিসে আসতে পারি। |
রক্তের গ্রুপ |
O+ |
শিক্ষাগত যোগ্যতা |
|
SSC/Dakhil/সমমান,HSC/Alim/সমমান/অন্যান্য শিক্ষা(বিস্তারিত) |
দাখিল: ২০১০, মাদরাসা, মানবিক, ৫.০০
আলিম: ২০১২, মাদরাসা, মানবিক, ৪.৮৩
অনার্স: ২০১৭, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলা, ৩.৩৪
মাস্টার্স: ২০১৮, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলা, ৩.২৮ |
কোন জাতীয় প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স/সমমান করতেছেন/সমাপ্ত করেছেন? |
পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা |
গায়ের রং |
ফর্সা |
মাসিক আয়/বেতন |
***** |
৫ ওয়াক্ত সালাত আদায়- |
করা হয় |
সুন্নাতি দাড়ি- |
এক মুষ্টির বেশি |
প্যান্ট পড়া হয়- |
টাখনুর উপরে |
ইসলামিক বিষয় পড়া/শোনা হয়- |
কুরআন, হাদিস, ইসলামিক বই পড়া, ইসলামিক লেকচার শোনা |
পছন্দের কমপক্ষে ৩ জন আলেমের নাম- |
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, মুফতি কাজী ইবরাহীম, মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি জসীমউদ্দিন রাহমানী, আল্লামা মামুনুল হক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ড. জাকির নায়েক প্রমুখ। (সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি।) |
নন মাহরামের সামনে পর্দা- |
কিছুক্ষেত্রে করতে পারিনা |
পরিবারে অন্যান্য সদস্যরা দ্বীন পালন- |
পূর্ণাঙ্গ করে |
আকিদা/মাঝহাব/অন্যান্য অনুসরণ করি- |
সালাফি/আহলে হাদিস |
কোন নেশাদ্রব্য( পান ,বিড়ি ,সিগারেট,পর্দা,গাজা,মদ ইত্যাদি এক/একাধিক)- |
হারাম তাই খাইনা |
আল্লাহর কসম পাত্রীপক্ষের কাছে যৌতুক(ভিক্ষা/জুলুম করা)/অন্য কিছু- |
প্রস্তাব দিবেন/গ্রহণ করবেন না |
শারিরিক বড় কোন রোগ- |
নেই |
আপনার আরো ভালো দিক লিখুন- |
আলহামদুলিল্লাহ, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, ইসলামের মৌলিক বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। সত্য বলতে পছন্দ করি, যেকোনো মূলে সৎ থাকার চেষ্টা করি। আমি শুদ্ধ ও সুন্দর করে কুরআন তিলাওয়াত করতে পারি। আলহামদুলিল্লাহ, নিজের চেষ্টায় ১ পারা মুখস্ত করেছি, এছাড়াও গুরুত্বপূর্ণ সূরাহ ও আয়াত মুখস্ত আছে। পাশাপাশি ইসলামী সঙ্গীতও গাইতে পারি, আলহামদুলিল্লাহ।
নিজের সম্পর্কে কিছু কথা:
আমি সাধারণ একজন মুসলমান। কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত আমার খুব পছন্দের। আমি বইপ্রেমী মানুষ, বই পড়া ও কেনা- দুটোই পছন্দ করি। পছন্দের বই নিজের সংগ্রহে রাখতে অন্যরকম আনন্দ পাই। আমি সব ধরনের বই-ই পড়ি। টুকটাক লেখালেখির অভ্যাস আছে, বিশেষ করে কোনো বই পড়ার পর সে সম্পর্কে কিছু লেখা।
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগেও চিঠি লিখার এক অদ্ভুত রকমের শখ আমার আছে। মাঝেমধ্যেই প্রিয়জনদেরকে চিঠি লিখতে বসে যাই (যদিও জবাব তেমন একটা পাই না)। একইভাবে লিখতে বসি প্রিয় কোনো স্থান, প্রিয় বই, বা অন্য কোনোকিছু নিয়ে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিতজনের জন্য অনেকগুলো চিঠি লিখে রেখেছি। সবগুলো চিঠি একসাথে পড়তে দেবো ইনশাআল্লাহ। ভাবছি, সেদিন উনি বিরক্ত হয়ে যাবেন কিনা! আমি ভ্রমণ প্রিয় মানুষ। ইচ্ছে আছে উনাকে নিয়ে পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যাব, বিশেষ করে আমি যে যে জায়গাগুলোতে গিয়েছি সেগুলোতে। নবী সা. এর স্মৃতিবিজড়িত স্থানগুলো একসাথে দেখব, আল্লাহ যদি কবুল করেন।
আমি দেখতে হুজুর নই (সব ধরনের পোশাকই পরিধান করি, যেমন: প্যান্ট, শার্ট, পাজামা, পাঞ্জাবি, গেঞ্জি; যেখানে যেমনটা প্রয়োজন)। নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম মনে করি। কথা কম বলতেই পছন্দ করি। সর্বদা হাস্যোজ্জ্বল থাকার চেষ্টা করি। ধৈর্যশীল, রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করেত পারি। সবকিছুকে সহজভাবে নিই, দিন শেষে যাই হোক মেনে নেওয়ার চেষ্টা করি। অল্পে তুষ্ট থাকার মধ্যেই সুখ নিহিত আছে বলে বিশ্বাস করি।
জন্মগতভাবে হানাফি মাঝহাবের, তবে এক্ষেত্রে কুরআন ও সুন্নাহকেই সর্বোচ্চ প্রাধান্য দিই। মাঝহাব নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না, মুসলমানদের মধ্যে বিভাজন পছন্দ করি না, সব ঘরনার আলেমদের পছন্দ করি। মুসলিম উম্মাহর ঐক্যে বিশ্বাসী, আশা করি একদিন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। নিজেকে একজন মুসলিম পরিচয় দিতেই পছন্দ করি।
আল্লাহ তাওফীক দিলে ভবিষ্যতে মানবকল্যাণে কাজ করার ইচ্ছে আছে, যেমন: আমার একটা এতিমখানা বা এ জাতীয় কিছু একটা থাকবে যেখানে দশজন মানুষ নিজের পায়ে দাঁড়াবে, এরকম যেকোনো কিছুই হতে পারে। পরিচিত মানুষ বিপদে পড়লে অনেক সময় নিজের ক্ষতি করে হলেও তাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করি। দুনিয়াতে কয়েকটি বড় চাওয়া- ১। ঘুষ ছাড়া চাকরি (অলরেডি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ), ২। আদর্শ স্ত্রী ৩। আম্মা-আব্বাকে সাথে নিয়ে শান্তিতে বসবাস। আখিরাতে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমাই আমার একমাত্র চাওয়া। |
ধর্মীয় বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা- |
|
পিতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
কৃষি ও ব্যাবসা, কর্মরত |
মাতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
গৃহিণী |
ভাই বোনের সংখ্যা, বৈবাহিক অবস্থা ও কে কি করে বিস্তারিত লিখুন- |
ভাই নেই ১ বোন, ছোট বোন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিষয়ে অধ্যয়নরত, বিবাহিত, গৃহিণী। স্বামী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করে ব্যাবসা করছেন, পাশাপাশি দাওয়াত ও তাবলীগের |
নিকট আত্বীয়দের মাঝে ভালো অবস্থানে যারা আছে তাদের সম্পর্কে লিখুন- |
|
পারিবারিক অবস্থা- |
মধ্যবিত্ত |
নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত(আপনাদের কেমন বাড়ি(বিল্ডিং, ফ্লাট, আধা পাকা, টিনসেড ইত্যাদি) ও জায়গা জমি ইত্যাদি) লিখুন – ( **কুফু মেলাতে এগুলা অনেকের প্রয়োজন হয়।) |
|
পাত্র বিবাহের জন্য আগ্রহী/সম্মতি প্রকাশ করছেন কি? |
|
পাত্রের অভিভাবক বিবাহের জন্য অনুমতি প্রদান করছেন কি? |
|
জেলা |
ঢাকা, শরীয়তপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নাটোর, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা |
বয়স |
৩০ বছর হইতে এর মধ্যে বছর পর্যন্ত |
উচ্চতা |
|
গায়ের রং |
ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা |
বৈবাহিক অবস্থা |
|
আকিদা/মাঝহাব/অন্যান্য |
যেকোন |
পারিবারিক অবস্থা |
নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত |
পেশা |
|
শিক্ষাগত যোগ্যতা |
|
এছাড়া নিম্নের যেমন পাত্রী বিবাহ করতে আগ্রহী |
|
প্রবাসী/সিটিজেন পাত্র হলে বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে যাবেন? |
প্রযোজ্য নয় |
আরও কিছু বলার থাকলে লিখুন |
রাসূল সা. এর কথা থেকে জানতে পারি- সমগ্র দুনিয়াটাই একটা সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আদর্শ স্ত্রী। ঐ স্ত্রী উত্তম দ্বীনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করতে পারে। স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করতে পারে (অর্থাৎ হাসিমুখে কথা বলে)। যার অন্তর হবে অল্পে তুষ্ট, ইত্যাদি। আমার স্ত্রীর মধ্যে আমি এই গুণগুলো আশা করব। আমার দিক থেকেও আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
যে গুণগুলো অবশ্যই চাই-
১. জ্ঞানী ও ধৈর্যশীল। ২. তাক্বওয়াবান ও প্র্যাকটিসিং মুসলিমা। ৩. সহীহ ও সুমধুর কুরআন তিলাওয়াত। ৪. বইপ্রেমী। ৫. দেখতে চক্ষু শীতলকারী।
যে হবে আমার সন্তানের আদর্শ মা, আমার মা-বাবার জন্য আদর্শ পুত্রবধূ, উত্তম প্রতিবেশী, আর আমার জন্য আদর্শ স্ত্রী। এক কথায় আদর্শ মুসলিম, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।
ময়মনসিংহ/ঢাকা বা এর আশেপাশে হলে ভালো হয়। তবে এক্ষেত্রে যোগ্যতা/দ্বীনদারিতাকে প্রধান্য দেয়া হবে। অতিরিক্ত যোগ্যতা থাকা সাপেক্ষে যেকোনো জেলাই হতে পারে।
তথাকথিত আধুনিকতার নামে ফ্রি মিক্সিং, জাস্টফ্রেন্ড, উদারমনা- এ ব্যাপারগুলো আমি ভীষণ অপছন্দ করি। কোনোভাবেই এমনটি হওয়া চলবে না।
হাফেযা ও ডাক্তারের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেয়া হবে। হাফেযা হলে বিনামূল্যে মহিলাদের কুরআন শিখানোর মানসিকতা থাকতে হবে। ডাক্তার হলে এলাকায় ফ্রি বা নামমাত্র মূল্যে মহিলা ও শিশুদের চিকিৎসা দেয়ার মানসিকতা থাকতে হবে। |